ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি :: করোনা পরিস্থিতিতে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের কর্মহীন ও নিম্নআয়ের ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জুঁইদন্ডী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্বাস উদ্দিন ও খুরুস্কুল ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুরের যৌথ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।

শনিবার সকালে উপজেলার খুরুস্কুল গোদারপাড় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহনুর আলম, মোহাম্মদ ওসমান, যুবনেতা মোহাম্মদ পারভেজ ও ছাত্রনেতা জয়নাল আবেদীন সাগর প্রমুখ। খাদ্য সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল ও আধা লিটার তেল।

পাঠকের মতামত: