মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :: বান্দরবানের লামার চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে বান্দরবানের যুগ্ন জেলা জজ আদালত। আজ ২৮ ফেব্রুয়ারী বুধবার যুগ্ন জজ নিশাত সুলতানার বেঞ্চ এই আদেশ প্রদান করেন। অপরদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল হতে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট গ্রহণ শুরু হয়।
বান্দরবান যুগ্ন জেলা জজ আদালতের সূত্র মতে, চাম্বি উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান বিপ্লব পরিচালনা কমিটির নির্বাচন ২০১৮ এর নানা অনিয়ম তুলে ধরে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বান্দরবান যুগ্ন জেলা জজ আদালতে অভিযোগ দায়ের করলে অপর মামলা নং- ২/১৮ মূলে স্থগিত আদেশ দেয় আদালত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, নির্বাচনের প্রিজাইডিং অফিসার, জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা, রেনুয়ারা বেগম স্বামী জসিম উদ্দিন ও আমজাদ হোসেন মোট ৬ জনকে বিবাদী করে মামলা করে মোখলেছুর রহমান। বুধবার বেলা ১টায় এই স্থগিত আদেশ জারীর পরে নির্বাচন বন্ধ হয়ে যায়।
চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে ভোটাররা সারিবদ্ধ ভাবে ভোট দেয়া শুরু করে। বেলা ২টায় স্থগিত আদেশের বিষয়টি আমরা জানতে পারি।
নির্বাচন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল বলেন, আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
পাঠকের মতামত: