নিজস্ব প্রতিবেদক :: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আটকে রাখা একটি হরিণ শাবক উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ওয়াগ্গাছড়া এলাকার রাজন দাসের বাড়ি থেকে হরিণ শাবকটি উদ্ধার করা হয়। বলে জানান।
কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, স্থানীয় বাসিন্দা রাজন দাসের বাড়িতে গতকাল রবিবার (২৮ জুন) সকালে গৃহপালিত ছাগলের সাথে বন থেকে একটি হরিণ শাবক চলে আসে। এ সময় হরিণ শাবকটি ধরে বিক্রি করার উদ্দেশ্যে আটকে রাখেন রাজন দাস। হরিণ শাবক আটকে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত হয়ে কাপ্তাই সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন মামুন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছারকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে আজ সোমবার (২৯ জুন) হরিণ শাবকটি উদ্ধার করে।
এএসপি জুনায়েত কাউছার জানান, উদ্ধারকৃত হরিন শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সেটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।
পাঠকের মতামত: