ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

আজ কক্সবাজার আসছেন বিশ্বজয়ী আমাদের `হাসান মুরাদ’

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: কক্সবাজারের সন্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দলের বীর ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ কক্সবাজার আসছেন আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী। বিশ্বজয়ী হাসান মুরাদ বিকেল ৪টার দিকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।

কক্সবাজারের এই গর্বের ধন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে আসা হবে লিংকরোড। সেখানে কাটা হবে বিজয়ের কেক। লিংকরোড স্টেশনে গণ সংবর্ধনার আয়োজন করেছে হাসান মুরাদের নিজ এলাকবাসী। সমবর্ধনার আয়োজকেরা সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে কক্সবাজারের কৃতি সন্তান হাসান মুরাদ কোয়ার্টার ফাইনাল ও সেমফিাইনালে একাদশে খেলেছেন অসাধারণ সফলতার সাথে। ওই দুই ম্যাচে তিনি উইকেট লাভ করেন ৩টি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো আমাদের হাসান মুরাদের। হাসান মুরাদ কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাবেক খেলোয়াড়।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী জাতীয় যুব ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছে ১২ ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে আকবর আলী, তৌহিদ হৃদয়, হাসান মুরাদদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান, বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম, চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন সহ ক্রীড়া জগতের রতি মহারতিরা। সেখান থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলে প্রেস ব্রিফিং।

দক্ষিণ আফ্রিকায় গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট। ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে বিশ্বকাপে প্রথম অভিযান শুরু করবে অধিনায়ক আকবর আলীর দল। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। সেখান থেকে কোয়ার্টার, সেমি ও ফাইনালে বিশ্ব বিজয়।

আমাদের হাসান মুরাদের সংক্ষিপ্ত জীবনী :

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় (শহরের লিংক) রোডের দক্ষিণে) ২০০১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন কক্সবাজারের গৌরব, ক্রিকেটে বিশ্বকাপ বিজয়ী যুবাদের অপরিহার্য খেলোয়াড় হাসান মুরাদ। হাসান মুরাদের পিতার নাম-নাজিম উদ্দিন। মাতা-রাশেদা বেগম। ৪ ভাইয়ের মধ্যে হাসান মুরাদ দ্বিতীয়। কক্সবাজার সরকারি কলেজের পেছেনে অবস্থিত কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। এরপর কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি হতে ৬ষ্ঠ শ্রেণি পাশ করেছেন। ২০১২ সালের শুরুতে সপ্তম শ্রেণি হতে বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) উত্তীর্ণ হয়ে অপ্রতিরোধ্য হাসান মুরাদ আর পেছনে ফিরে তাখাননি । অদম্য গতিতে শুধু সামনে এগিয়ে চলেছে। বিকেএসপি থেকেই ২০১৭ সালে এসএসসি ও ২০১৯ সালে এইসএসসি পাশ করেছেন। এখন বিকেএসপি’র মাধ্যমেই অনার্সে ভর্তি হয়েছেন। ২০১২ সালে বিকেএসপি’তে যোগদানের পর থেকে বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ের সব খেলায় অংশ নিয়েছে বিশ্ব বিজয়ী আমাদের হাসান মুরাদ। ২০১৯ সালে ক্রিকেটের জাতীয় প্রিমিয়ার লিগে খেলেছেন সফলতার সাথে। এ বা’হাতি স্পীনার ক্রিকেটের প্রিমিয়ার লিগে ২২ টি উইকেট খেয়ে পুরো প্রিমিয়ার লিগে সেরা স্পীনার হওয়ার গৌরব অর্জন করেছেন। পেয়েছেন পুরো প্রিমিয়ার লিগে চতুর্থ নম্বর বোলারের স্বীকৃতি। ২০২০ সালে প্রিমিয়ার লীগে খেলার জন্য বিকেএসপির হয়ে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। ক্রিকেট অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে গত সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের বিরুদ্ধে হাসান মুরাদ খেলেছেন কৃতিত্বের সাথে। দেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে সহ দেশের শক্তিশালী বিভিন্ন ক্রিকেট দলের বিরুদ্ধে খেলেছেন মাত্র ১৮ বছর বয়সী কক্সবাজারের হাসান মুরাদ। হাসান মুরাদ কক্সবাজার ক্রিকেট একাডেমীরও সাবেক খেলোয়াড়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী ক্রিকেট দলের কৃতি খেলোয়াড়, কক্সবাজারের সন্তান হাসান মুরাদ কক্সবাজার ক্রিকেট লীগেও খেলেছে। খেলার প্রতি তাঁর একাগ্রতা, নিয়মানুবর্তিতা হাসান মুরাদকে আজ এতটুকু নিয়ে গেছে। ছোটবেলা থেকেই হাসান মুরাদের ক্রিকেটের প্রতি আগ্রহ ছিলো বেশী। অত্যন্ত মেধাবী, প্ররিশ্রমী ও আত্মপ্রত্যয়ী খেলোয়াড় হাসান মুরাদকে টার্গেটে না পৌঁছা পর্যন্ত তাঁকে কখনো দমানো যায়না।
এদিকে, হাসান মুরাদ তাঁর আরো সফলতার জন্য তাঁর নাভিকাটা এলাকা কক্সবাজারের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলার বাসিন্দা হিসাবে জাতীয় ক্রিকেট দলের হয়ে অংশ নেওয়া সর্বপ্রথম খেলোয়াড় ছিলেন শহরের মুমিনুল হক। জাতীয় ক্রিকেট দলে অনুর্ধ-১৯ দলের হয়ে বিশ্বজয়ী কক্সবাজার জেলার দ্বিতীয় খেলোয়াড় হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ মুহুরী পাড়া রেডিও স্টেশন গেইটের বাসিন্দা কক্সবাজারের ভূমি সন্তান হাসান মুরাদ।

পাঠকের মতামত: