ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

‘আগামীতে ভোটারদের আর ভোটকেন্দ্রে যেতে হবে না’

আমরা জেনেছি বরিশালে খুব বাজে অবস্থা: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক ::

আগামীতে ভোটারদের আর কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এটা অতীতের চেয়ে অনেক বেশি আধুনিক ও গতিশীল। তাই অতি অল্পসময়ে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারেন।

আজ রবিবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণে তিনি এমন মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, আমি জানি না ভবিষ্যতে এমন দিন সমাগত কিনা, যখন প্রার্থীদের কাগুজে পোস্টার বা ব্যানার লাগিয়ে ভোট চাইতে হবে না, ভোটারদেরও কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হবে না। নিজের বাড়িতে বা অফিসে বসে তিনি যন্ত্রের মাধ্যমে নিজের ভোটটি প্রদান করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবেই নির্বাচনের ফলাফল জানা যাবে।

তিনি আরো বলেন, আমার কথাগুলো এখন অলীক মনে হলেও বিজ্ঞানের অগ্রগতিতে হয়তো অদূর ভবিষ্যতে এ ডিজিটাল ব্যবস্থাপনা আমাদের দ্বারপ্রান্তে উপনীত হতে যাচ্ছে। এ স্বপ্ন সফল হলে ভোটারদের লাইনে দাঁড়াতে হবে না বলেও জানান তিনি।

পাঠকের মতামত: