ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

অপু-জসিম পরিষদের নিরঙ্কুশ বিজয়

মাহাবুবুর রহমান :: উৎসবমুখর পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অপু জসিম পরিষদ থেকে একজন সদস্য ছাড়া বাকি সবাই নির্বাচিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলে দুপুর ১ টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নির্বাচন কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে ২৭ পদের মধ্যে ২৫ টি পদে নিরস্কুশ জয় পেয়েছে অপু-জসিম সমর্থিত প্যানেল, বাকি ২ জনের মধ্যে একজন উপজেলা প্রতিনিধি হিসাবে আশরাফুল আজিজ সুজন এবং সদস্য পদে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহামদ জয় নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনে আগেই বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এক প্রতিক্রিয়ায় আগামী দিনে জেলা ক্রীড়াঙ্গনকে সবসময় সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নিজস্ব ওয়েলসাইডের তথ্য অনুযায়ী সহ-সভাপতি পদে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন আবছার উদ্দিন প্রাপ্ত ভোট ১১৩, অধ্যক্ষ জসিম উদ্দিন প্রাপ্ত ভোট ৯৮, অনুপ বড়ুয়া অপু প্রাপ্ত ভোট ৯২, বিজন বড়ুয়া প্রাপ্ত ভোট ৮৭। এই পদে আরেক প্রার্থী খোরশেদ আলম রাজা পেয়েছে ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে আগেই নিবা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোঃ জসিম উদ্দিন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মাহমুদুল করিম মাদু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২ জন তারা হলেন শাহিনুল হক মার্শাল প্রাপ্ত ভোট ৯২ এবং হেলাল উদ্দিন কবির প্রাপ্ত ভোট ৯০। এইপদে আরেক প্রার্থী জিএম জাহিদ ইফতেখার পেয়েছে ৬৯ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাবেক কৃতি ফুটবলার একেএম রাশেদ হোছাইন নান্নু প্রাপ্ত ভোট ৯১। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ওয়াহিদ মুরাদ সুমন পেয়েছে ৪০ ভোট।
এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ প্রাপ্ত ভোট ১১৪, অধ্যাপক জসিম উদ্দিন প্রাপ্ত ভোট ১১০, এম জাহেদ উল্লাহ প্রাপ্ত ভোট ৮৮, রতন দাশ প্রাপ্ত ভোট ৮০, এম আর মাহবুব প্রাপ্ত ভোট ৮৬, আমিনুল ইসলাম মুকুল প্রাপ্ত ভোট ৮৫, ওমর ফারুক ফরহাদ প্রাপ্ত ভোট ৮৬, আজমল হুদা প্রাপ্ত ভোট ৭৬, খোরশেদ আলম প্রাপ্ত ভোট ৭৫, পরেশ কান্তি দে প্রাপ্ত ভোট ৮৫, সোয়েব ইফতেখার ৯৮, ওসমান সরওয়ার আলম প্রাপ্ত ভোট ৯৫, ইসতিয়াক আহামদ জয় প্রাপ্ত ভোট ৭৭, আলী রেজা তসলিম প্রাপ্ত ভোট ৭৬। এছাড়া যারা সদস্য পদে পরাজিত হয়েছেন তারা হলেন খালেদ মোঃ আজম বিপ্লব প্রাপ্ত ভোট ৬৮,আবছার উদ্দিন প্রাপ্ত ভোট ৫২, আবছার কামাল প্রাপ্ত ভোট ৬৮, মংক্য রাখাইন ৬৯, সরওয়ার রোমন ৪৯। এছাড়া সংরক্ষিত উপজেলা প্রতিনিধি হিসাবে অপু জসিম পরিষদের প্রার্থী ছিল ১ জন নাছির উদ্দিন তিনি ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এছাড়া মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া ভুলু ৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। একই সাথে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ জন তারা হলেন খালেদা জেসমিন প্রাপ্ত ভোট ১০০, আয়েশা সিরাজ প্রাপ্ত ভোট ৭৮। আর পরাজিত প্রার্থী শাহানা আক্তার পাখি প্রাপ্ত ভোট ৬৯।
এদিকে গতকাল সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ভোটাররা যাদের নির্বাচিত করেছে তারাই আগামী ৪ বছর জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে থাকবে। এটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করবো এবং আগামী দিনে জেলা ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: