ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

অপকর্ম-অপরাজনীতি পরিহার করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে -ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠার পুর্ণমিলনীতে বক্তারা

নিউজ ডেস্ক ::  গৌরব, ঐহিত্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর উপলক্ষে কক্সবাজার জেলার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ এক উৎসব মুখর পরিবেশে পুর্ণমিলনীতে মিলিত হয়। বিশেষ আকর্ষণ ছিল ষাটের দশকে বঙ্গবন্ধুর স্নেহ ভালবাসায় যাদের হাত দিয়ে এই জনপদে ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করেছিল সেই ব্যক্তিত্ব জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা নজরুল ইসলাম চৌধুরী ছাত্রলীগ প্রতিষ্ঠার বিষয়ে তার অতীত স্মৃতি রুমন্তন করেন এবং বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতা হিসেবে গর্ববোধ করেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন অনেক কষ্ট পরিশ্রম ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর নির্দেশীত পথে ছাত্রলীগের নেতা কর্মীরা স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান রেখেছে। তিনি বলেন অপকর্ম, অপরাজনীতি পরিহার করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিষ্ঠাকালীন নেতা নজরুল ইসলাম চৌধুরীর হাতে ফুল তুলে দেন সাবেক নেতৃবৃন্দরা। সেই সময়ে উপস্থিত থেকে সাবেক প্রত্যেক নেতার হাতে রজনী গন্ধা ফুলের বুকেট দিয়ে শুভেচ্ছা জানান। কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক জি.এস. সাবেক ছাত্রলীগ নেতা মেয়র মুজিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে পুর্ণমিলনীতে অংশ নিয়ে ঐতিহ্যবাহী ছাত্রলীগ বুকের ভিতর গেঁথে থাকা গভীর স্মৃতি ও রক্তস্নাত রাজপথের সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। ৮০ দশকের ছাত্রনেতাদের মধ্যে আবুল মনছুর চৌধুরী, জননেতা রেজাউল করিম, এডভোকেট ফরিদুল আলম, ওসমান গনি, খোরশেদ আলম কুতুবী, কাজী মোস্তাক আহমেদ শামীম, আনিসুল হক চৌধুরী, আলী আহমদ, আবু তাহের আজাদ, আকতার উদ্দিন টুনু, ছৈয়দ শাহেদুজ্জামান, ফোরকান উদ্দিন, দেলোয়ার হোসেন চৌধুরী।

পাঠকের মতামত: