ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

অন্যায়ভাবে আঘাত করলে উপযুক্ত জবাব: ছাত্রলীগকে শিবির

shibirশীর্ষ নিউজ :
নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে কোনো আঘাত আসলে উপযুক্ত জবাব দিতে ছাত্রশিবির প্রস্তুত রয়েছে বলে ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।
বুধবার রাজধানীতে শাখা দায়িত্বশীল সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিবির সভাপতি বলেন, ছাত্রলীগ সভাপতির আইন হাতে তুলে নেয়ার ঘোষণার মধ্যে দিয়ে এটি প্রমাণিত হয়েছে তারা আইন আদালতের তোয়াক্কা করে না, দেশের সংবিধান মানে না, এরাই জঙ্গিবাদী সংগঠন। যারা আইন হাতে নেয় তাদের দ্বারাই নৃশংস ঘটনা ঘটানো সম্ভব। বর্তমান সময়ের দাবি হচ্ছে ছাত্রলীগের অপকর্ম রুখে দাঁড়ানো। কেননা দেশে ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণ, খুন ও নৃশংস ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশবাসী সজাগ ও সচেতন। ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে ছাত্রলীগের বিকৃত রূপ আড়াল করার ষড়যন্ত্র সফল হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথ চলায় বিশ্বাস করি। প্রতিটি নৃশংসতা ও অপরাধের নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে ঘোষণা করতে চাই, ছাত্রশিবিরকে ধ্বংস করার স্বপ্ন ছাত্রলীগের পূরণ হবে না। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের ওপর কোনো আঘাত করা হলে তার উপযুক্ত জবাব দিতে ছাত্রশিবির প্রস্তুত আছে। কারো দায়িত্বহীন হুঙ্কারকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরোয়া করে না।
শিবির নেতা বলেন, ছাত্রলীগ সভাপতি তার নেতাকর্মীদেরকে ছাত্রশিবিরের বিরুদ্ধে আইন হাতে তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। তার এই উস্কানিতে ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় নিরীহ ছাত্রদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা। সিলেটেও দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলা হয়েছে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই। সেখানে দীর্ঘদিন যাবত ছাত্রলীগের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কোন্দল ও মারামারি হয়ে আসছে। তাছাড়া হামলার ফুটেজ পুলিশকে দেয়ায় হাসপাতালে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ভাংচুরই চূড়ান্তভাবে প্রমাণ করে এ হামলায় ছাত্রলীগই জড়িত। অথচ একটি মিথ্যার উপর ভিত্তি করে ছাত্রলীগ নেতৃবৃন্দ যে উস্কানি দিয়েছেন তা চরম দায়িত্বহীনতার বহি:প্রকাশ। এমন বেআইনি নির্দেশ কোনো নিয়মতান্ত্রিক ছাত্রসংগঠনের হতে পারে না বরং এটি জঙ্গিবাদী সংগঠনের কর্মকা-েরই বহি:প্রকাশ। এর মাধ্যমে ছাত্রলীগ তাদের অপকর্ম থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।
তিনি আরও বলেন, বদরুল ও শাকিলের মত চাপাতিধারী পাষ-, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরীয়ান মানিক, এবং মায়ের পেটে থাকা শিশুকে গুলি করে ঝাঝরা করে দেয়া, নিজ দলের নেতাকে প্রকাশ্যে পুড়িয়ে অঙ্গার করে দেয়ার মত ঘটনা ছাত্রলীগই জাতিকে উপহার দিয়েছে। তাছাড়া খুন, ধর্ষণ, অস্ত্রবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সেবন ও ব্যবসা, অসভ্যতা এবং অভ্যন্তরীণ কোন্দলই ছাত্রলীগের নিত্য দিনের ঘটনা। সুতরাং ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে জাতির কাছে ছাত্রলীগ তার অপকর্ম আড়াল করতে পারবে না।
শিবিরের সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইনের পরিচালনায় সভায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: