ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি :: সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দ্বীপের হাজারো মানুষ নানা স্লোগানে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। তাদের সঙ্গে সেন্টমার্টিনের বিভিন্ন সংগঠনসহ পর্যটনসংশ্লিষ্ট ১২টি সংগঠন অংশ নেয়।

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় নিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো পর্যটক যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক।’

টেকনাফ থেকে জাহাজ চলাচলের দাবি জানিয়ে তিনি বলেন, পর্যটক যেতে না পারলে সেন্টমার্টিনের মানুষ না খেয়ে মরবে।

কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, ‘পরিবেশের দোহাই দিয়ে পর্যটকের ওপর বিধিনিষেধ দেওয়াটা অযৌক্তিক। আমরা চাই পরিবেশ ঠিক রেখে পর্যটনকে বাঁচিয়ে রাখা হোক।’ মৌসুম বাদ দিয়ে সারা বছর উন্নতমানের নৌযান ব্যবস্থা করে পর্যটকের চলাচলের ব্যবস্থা করা হলে পর্যটকের চাপ কমবে বলে মনে করেন তিনি।

এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মেরিন ড্রাইভ, শহরের বাইপাস ও প্রধান সড়কে দুর্ভোগে পড়েছে পর্যটকরা। পুরো শহরে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত: