ঢাকা,সোমবার, ৭ অক্টোবর ২০২৪

সালাউদ্দিন আহমদের আগমন উপলক্ষে পেকুয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

আগামী ২৮ আগস্ট কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ পেকুয়ায় নিজ জন্মভূমিতে ফেরা উপলক্ষে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ’র সভাপতিত্বে প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সহসভাপতি মাস্টার জোবাইর আহমদ, আলহাজ্ব আবু বক্কর, যুগ্ন সম্পাদক ফয়সাল চৌধুরী, রেজাউল করিম মিন্টু, মাস্টার জয়নাল আবদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হায়দার, জেডএম মুসলেম উদ্দিন, বারবাকিয়া বিএনপির সভাপতি মাস্টার মোঃ ইউনুছ, শিলখালী বিএনপির সভাপতি আবদু রশিদ, সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ এমইউপি, সাধারণ সম্পাদক  আবদুল মোনাফ, পূর্বজোন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার খাইরুল কামাল, উজানটিয়া বিএনপির সদস্য সচিব ছিদ্দিক আহমদ, বারবাকিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মগনামা বিএনপির সভাপতি জাকের হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসিফ খালেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরফাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, শ্রমিকদলের সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ ও মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ।
ওই সময় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সভাপতির বক্তব্যের বলেন, ফ্যাসিবাদী সরকারের আয়নাঘরে বন্দি রাখার পর ভারতের মেঘালয়ে রেখে আসে আমাদের নেতা সালাউদ্দিন আহমদকে। সেখানে দীর্ঘ ৯বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসেন। আগামী ২৮আগস্ট আমাদের সকলের প্রিয় নেতাকে পেকুয়ায় বীরের বেশে বরণ করে নেয়া হবে। হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অধির অপেক্ষায় আছে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে নেতাকে বরণ করতে ও সংবর্ধনার আয়োজন করতে গঠন করা হচ্ছে বিভিন্ন উপ-কমিটি। ইতিহাস সৃষ্টি করতে আমরা প্রস্তুত।

পাঠকের মতামত: