ঢাকা,শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সমরজিৎ রায়ের ‘চিত্রা নদীর পাড়’

চকরিয়া বিনোদন ডেস্ক ::  দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সমরজিৎ রায়। গুণী এই শিল্পীর জন্মদিন আজ। বিশেষ এই দিনকে আরও বিশেষ করতে আজ প্রকাশিত হবে তার গাওয়া নতুন মৌলিক গান ‘চিত্রা নদীর পাড়’। কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃতি সন্তান জনপ্রিয় সংগীত শিল্পী সমরজিৎ রায়।

গানের কথা লিখেছেন সাংবাদিক জাহীদ রেজা নূর। শিল্পী নিজেই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, শব্দগ্রহণে বিনোদ রায়, বাঁশি বাজিয়েছেন মামুন এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

গান প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘শ্রদ্ধেয় জাহীদ রেজা নূর ভাইয়া আমার ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব এবং প্রিয় কবি। ভীষণ ভালোলাগা কাজ করছে তার লেখা প্রথম গানের শিল্পী হতে পেরে। লোকজ ঢঙ্গের এই গানের কথাগুলো ভীষণ সুন্দর। তাই সেভাবেই সুর এবং সঙ্গীতায়োজন করে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালোই লাগবে।’

জাহীদ রেজা নূর বলেন, ‘গানটা হঠাৎ করেই মাথায় এল। মাথায় বিদ্যুৎ চমকানোর মতো বেশ কিছু ছবি ভেসে বেড়াতে লাগল। সেগুলোকেই শব্দে পরিণত করেছি। আমার সৌভাগ্য, সমরজিৎ গানটি করেছে। ভবিষ্যতে আমাদের দুজনের আরও কিছু কাজ করার ইচ্ছে আছে।’

পাঠকের মতামত: