সোমবার, ৭ এপ্রিল সকালে রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠান আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি ওসমান সরওয়ার মামুন, বিদ্যালয়ের দাতা সদস্য শহীদুল্লাহ সিকদার, শিক্ষক প্রতিনিধি মো. ওসমান গনি, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ ও সরওয়ার কামাল, চিকিৎসা বিষয়ে অধ্যয়নরত বিদ্যালয়ের প্রাক্তন দুই শিক্ষার্থী মো. আবদুর রশিদ ও ফারহানা তাসনিম জুসি, চট্টগ্রাম মহসিন কলেজে অধ্যয়নরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা মাছনুন আমরিন জিয়ান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কফিল উদ্দিন, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে আরফিন আবরার রিম ও সাবরিনা আহমেদ বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ আবরার তৌকি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছৈয়দ আলম, প্রণব বড়ুয়া, দেবাশীষ চক্রবর্তী, রহিমা বেগম, ফেরদৌসী বেগম, আঞ্জুমান আরা এনি, ওবাইদুল্লাহ, নাছির উদ্দিন, হামিদুল হক, রাশেদুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: