ঢাকা,সোমবার, ৭ অক্টোবর ২০২৪

পেকুয়ায় কহলখালী খাল পরিষ্কারে ২০০ স্বেচ্ছাসেবী

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়, যার নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান  শাফায়েত আজিজ রাজু।
স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদীরা বিভিন্ন দলে ভাগ হয়ে কহলখালী খালের পেকুয়া সদর সিকদার পাড়া অংশে পরিষ্কার কার্যক্রম শুরু করেন। এ সময় একটি দলের সঙ্গে যুক্ত হয়ে উপজেলা চেয়ারম্যান রাজু নিজেই হাতে গ্লাভস পরে ময়লা পরিষ্কারে নেমে যান।
ওই সময় পরিবেশ আন্দোলন বাপার সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম বলেন, পেকুয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কহলখালী খাল। দীর্ঘদিন আবর্জনায় পানি চলাচল বন্ধ ছিল। আজ উপজেলা পরিষদের সহায়তায় পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনাপারিশ্রমিকে খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নেমে পড়েছে। বাপার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপজেলা চেয়ারম্যান রাজু জানান, খালটি পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও কিছু অংশে খনন করা হবে। যারা খালটি দখল করে রেখেছে তাদের ব্যাপারেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করণীয় নির্ধারণ করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: