ঢাকা,রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

চিত্রাঙ্কনে দেশসেরা পুরস্কার পেলো মহেশখালীর কৌশিক

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ::
মহেশখালীর ছোট্ট শিশু চিত্রশিল্পী কৌশিক দে বাপ্পি তার অঙ্কিত চিত্রকর্মে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জনের পর এবার জিতে নিল চিত্রাঙ্কনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ দেশ সেরা পুরস্কার। কৌশিক মহেশখালী উপজেলার গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেন্সি রাণী দে ও রামু পোস্ট অফিসের পোস্ট মাস্টার কানুরাম দে’র প্রথম পুত্র।

শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে  আজ বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করেন। এতে শিক্ষাকেন্দ্রীক ক্রিড়া সাংস্কৃতিক এবং কুইজ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন (বালক) ইভেন্টে প্রথম হয়ে দেশসেরার পুরস্কার পেয়েছেন, মহেশখালীর গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৌশিক দে বাপ্পি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশিকের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠকের মতামত: