ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সুরাজপুরে বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে দুই ব্যাক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রীজের পূর্বপাশে সড়কের উপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত দুইজন হলেন, ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে আবদুল গণি ও আবুল ফজলের ছেলে মো. আদিল। স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বিয়য়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের বনরেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন বলেন, খবর পেয়ে মানিকপুর বনবিটের বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়েছে। এখন ধানের মৌসুম হওয়ায় ধান খেতে বন্যহাতি লোকালয়ে চলে আসে। তাই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশ এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: