ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ইস্কন নিষিদ্ধের দাবী

চকরিয়ায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত 

জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, রাজনীতিবিদ এম আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক। আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতা সায়েদ হাসান, শামসুল আলম সাঈদী, মোবারক হোসাইন জিহান।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশী একজন নাগরিকের জন্য ভারতের বিবৃতি নির্লজ্জ ও বেহায়ামি ছাড়া কিছু নয়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি ও খুনিদের গ্রেফতারের আহ্বান জানান।

পাঠকের মতামত: