ঢাকা,শনিবার, ১৫ মার্চ ২০২৫

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদী ৩ মামলায় জামিনে মুক্ত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার ::

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জামিন লাভ করেছেন। ছাত্রদল নেতা মিজান হত্যা ও টমটম গাড়ি পোড়ানোর অভিযোগসহ তিনটি মামলায় তাকে গ্রেফতার করেছিলো পুলিশ। গত ৫ মার্চ ও ৬ মার্চ কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জামিন মন্জুর করেছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার ৬মার্চ, বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে সাঈদী মুক্তি লাভ করেন।
জানা যায়, বিগত ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় বিএনপির ডাকা দেশব্যাপী কর্মসূচি পালন করার জন্য কাকারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন মিছিল বের করে। ওই মিছিলে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমানও ছিলেন। ওইসময় আওয়ামী লীগ বিএনপির মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যের সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল নেতা মিজানুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহত মিজানের বাবা শাহ আলম বাদী হয়ে ২০২৪ সালের ১৮ অক্টোবর কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে প্রধান আসামি করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ফজলুল করিম সাঈদী এজাহারনামীয় ১৪ নম্বর আসামি। তাকে গত বছরের ১৯ ডিসেম্বর ফেনী থেকে গ্রেফতার করে র‌্যাব।
ফজলুল করিম সাঈদীর আইনজীবী এডভোকেট ফয়জুল কবির বলেন, ফজলুল করিম সাঈদীর বিরুদ্ধে হত্যা ও টমটম গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। ইতোমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন সাঈদী। বৃহস্পতিবার কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেন তিনি। 

পাঠকের মতামত: