জহিরুল ইসলাম, কক্সবাজার :: লামা উপজেলার চকরিয়া লাগোয়া আজিজনগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকের সামনে পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে ঝিরিতে পড়ে গেছে। অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার ট্রাক গাড়ি পারাপারের কারণে সেতুটি ভেঙে যায়।
এ কারণে বন্ধ হয়ে গেছে আজিজনগর- গজালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল। শুক্রবার বেলা ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।
বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন বলে জানান চেয়ারম্যান লেক-এর পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াদ।
এ দিকে সেতুটি দ্রুত সংস্কারের জন্য বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন সড়কে নিয়মিত চলাচল করা ভুক্তভোগী হানিন্দ্র ত্রিপুরা, জমির উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ অনেকে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজিজনগরে বেইলি সেতু ভেঙে যাওয়ার সংবাদটি পেয়েছি।
সড়কের সেতু গুলো অনেক বছর আগের পুরনো। সেতুর কেপাসিটির বাইরে অতিরিক্ত ওজন নিয়ে যানবাহন চলাচল করার কারণে সেতুটি ভেঙ্গে যায়।
এ মুহুর্তে, সেতুটি দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।’
পাঠকের মতামত: