ঢাকা,রোববার, ১৬ মার্চ ২০২৫

চকরিয়ায় টমটম চালক মুজিব হত্যায় জড়িত সন্দেহে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক ::  করিয়ায় টমটম ইজিবাইক গাড়ি ছিনতাই করতে গাড়িটির চালক কিশোর মুজিবুর রহমান হত্যায় র জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী নৌ-পুলিশের একটি টিম স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করে।

টমটম চালক হত্যার ঘটনায় দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশের এসআই সুফল সিংহ। তিনি বলেন, শুত্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বদরখালী নৌ-পুলিশের ওসি মো: নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িত বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: