ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে চকরিয়ায় শহীদি মার্চ অনুষ্ঠিত 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ  বলেন, একমাস আগে একটা মরণপণ যুদ্ধ করে বন্দুকের সামনে লড়াই করে আমরা ছাত্ররা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এই একমাস পূর্তিতে আমরা আজ দাঁড়িয়ে স্মরণে রাখতে চাই আমাদের আহত সেই শহীদ সকল ভাইদেরকে সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে পৌঁছেছি। তাদের স্মরণেই আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ পালন করছি।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া উপজেলার নেতা সায়েদ হাসান,মোবারক হোসাইন জিহান,শামসুল আলম সাঈদী,ইব্রাহিম ফারুক ছিদ্দিকী,চকরিয়া কলেজ, বদরখালী,ফাইতং,ডুলহাজারা, মালুমঘাট,বরইতলী, কাকারাসহ বিভিন্ন ইউনিয়ন, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত: