ঢাকা,শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কুতুব‌দিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া::৷ কুতুব‌দিয়ায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী‌কে অপহর‌ণের অভিন‌যোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বা‌ড়ির রাখা‌লের বিরু‌দ্ধে। গতকাল বুধবার (২১ আগস্ট) সকা‌লে মাদ্রাসায় আসার প‌থে জোরপূর্বক তু‌লে নেয়ার ঘটনা ঘ‌টে। সন্ধ্যাতয় ছাত্রীর মা থানায় এ ব্যা পা‌রে এক‌টি ‌লি‌খিত অভির‌যোগ দেন।

অভি‌যোগ ও ছাত্রীর মা জানান, তার মে‌য়ে ধুরুং ছম‌দিয়া আলি্ম মাদ্রাসার ১ম ব‌র্ষের ছাত্রী। প্রতি‌দি‌নের ন্যা য় বুধবার সকাল সা‌ড়ে ৮ টার দি‌কে উত্তর ধুরুং আজি ম উদ্দি ন সিকদার পাড়া বা‌ড়ি থে‌কে আসার প‌থে আজম রো‌ডে পৌ‌ছি‌লে এক‌টি সিএন‌জি এসেপ উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যাি‌ন হা‌লিম সিকদা‌রের বা‌ড়ির রাখাল মৃত ম‌তিউল্লাহর ছে‌লে শহীদুল্লাহ ৩/৪জন সহ‌যোগী নি‌য়ে জোরপূর্বক তু‌লে নি‌য়ে যায়।
তি‌নি আরো ব‌লেন, এর আগের চেয়ারম্যান তার মে‌য়ে‌কে ওই রাখা‌লের সা‌থে বি‌য়ের প্রস্তাব দি‌য়ে‌ছি‌লেন। ত‌বে মে‌য়ে‌টি রাজী না হওয়ায় বুধবার অপহরণ ক‌রে নি‌য়ে যায়।
ওই মাদ্রাসার অধ্যেক্ষ মুহাম্মদ আবু মুছা জানান, মাদ্রাসায় আসার প‌থে অপহর‌ণের ঘটনায় ছাত্রী‌টি উদ্ধা‌রে প্রয়োজনীয় ব্যাবস্থা নি‌তে পু‌লিশ প্রশাস‌নের সহ‌যোগীতার জন্যা সুপা‌রিশ ক‌রে‌ছেন‌ তি‌নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিে) মো: গোলাম কবীর ব‌লেন, মাদ্রাসা ছাত্রী‌কে অপহর‌ণের বিষ‌য়ে এক‌টি অভিম‌যোগ দেয়া হ‌য়ে‌ছে থানা য়। মোবাইল নাম্বার ট্রা‌কিং প্রযুক্তি ব্যযবহার ক‌রে অভি‌যু‌ক্তের অবস্থান সনা‌ক্তের চেষ্টা চল‌ছে।

পাঠকের মতামত: