ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

আশেক উল্লাহ রফিক কক্সবাজার-২ আসনে তৃতীয়বারের মতো এমপি হতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজার-২ (মহেশখালী-কতুবদিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হতে যাচ্ছেন। এ আসনে ১১৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ২২ টি ভোট কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি।

বিশাল ব্যবধানে এগিয়ে থাকা আশেক উল্লাহ রফিক এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন নোঙর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা। এখনো ফলাফল না আসা ভোট কেন্দ্র গুলোর ফলাফল বর্তমান এমপি আশেক উল্লাহ রফিক এর তৃতীয়বার এমপি হতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ আসনে মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন-আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক : প্রতীক-নৌকা, এনপিপি’র মাহাবুবুল আলম : প্রতীক-আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন : প্রতীক-একতারা, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ জিয়াউর রহমান : প্রতীক-চেয়ার, বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা : প্রতীক-নোঙ্গর এবং ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস : প্রতীক-মিনার।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। মোট বুথ সংখ্যা ৭৪০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৯১ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

কক্সবাজার-২ আসনে মহেশখালী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৭৫৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১ টি।

কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৫০ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ৪৫ হাজার ২৭ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৭ টি।

পাঠকের মতামত: