ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ।। বন্দরের তিন কর্মকর্তা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

Untitled-5-21চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেনচট্টগ্রাম বন্দরের সহকারী পরিবহন পরিদর্শক মোহাম্মদ মনোয়ার হোসেন, উচ্চমান বহি. সহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ। ৭০ লাখ টাকা মূল্যের গ্লিসারিন নিলামের টাকা আত্মসাতের অভিযোগে হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গতকাল বুধবার সকালে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিকেলে তাদের আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১৪টি কন্টেনার ভর্তি ৪০৪ মেট্রিক টন ক্রোড গ্লিসারিনের নিলামের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেন আসামিরা। ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার নগরীর হালিশহর থানায় মামলা দায়ের করেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান। মামলায় বন্দর ও কাস্টমসের ৬ কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে আটক করা হয়। এরপর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

পাঠকের মতামত: