ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

৭ জনের বিরোদ্ধে মামলা দায়ের হোয়ানকে স্ত্রী খুনের ঘটনায় ইউপি সদস্য সহ গ্রেপ্তার-২

এম রমজান আলী মহেশখালী ::ps moheskhali

মহেশখালী’র হোয়ানকে স্ত্রী খুনের ঘটনায় ঘাতকের মা ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার। থানা সুত্রে জানাগেছে, নিহতের ভাই  সিরাজুল মোস্তফা বাদী হয়ে ৭ জনের বিরোদ্ধে মামলা করেছে। থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে হোয়ানক থেকে ঘাতকের মা আনোয়ারা ও সাবেক ইউপি সদস্য আব্দুল কবির কে গ্রেপ্তার করেছে। ৯ মে সকাল সাড়ে ১১টার দিকে খুনের ঘটনাটি ঘটেছে। ঘাতক হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র আলী হোসেন (২৭)। নিহত তসলিমা আক্তার আক্তার (২১) বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা আবু ছৈয়দের কন্যা। নিহতের মা জান্নাত বেগম ও পিতা আবু ছৈয়দ জানান, ৬মাস পূর্বে শরীয়তের বিধান মতে আমার মেয়ের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে। তৎপরবর্তীতে তসলিমার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়ে মোহরানার ২ভরি ওজনের স্বর্ণ স্বামী আলী হোসেন বিক্রি করার জন্য নির্যাতন চালিয়ে আসছে। নির্যাতন সহ্য করতে না পেরে ২৮ এপ্রিল তসলিমা আক্তার বাপের বাড়িতে চলে যান। ৮ মে রাত ৯টার দিকে তসলিমার শ্বশুর আব্দুল খালেক স্থানীয় সাবেক মেম্বার আব্দুল কবিরের জিম্মায় শ্বশুর বাড়িতে নিয়ে আসে। ৯ মে স্বামীর অমানবিক নির্যাতনে স্ত্রী ঘটনাস্থল নিজ কক্ষে প্রাণ হারায়। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, খুনিকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: