ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

হাটহাজারীর ১১ মাইল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড, পুড়ল ট্রান্সফরমার

হাটহাজারী প্রতিনিধি :bid
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইলস্থ বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটির কারণে আগুন লেগে একটি ট্রান্সফরমার ও আনুমানিক প্রায় ৩০ হাজার লিটার ট্রান্সফরমান অয়েল পুড়ে গেছে। প্রায় ৬০ হাজার লিটার (তিনশত ব্যারেল) ক্ষমতা এ ট্রান্সফরমার। শনিবার(১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রান্সফরমারটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। এ সময় আরেকটি ট্রান্সফরমারের কিছু ক্ষতি হয়। এতে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত ৪টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
হাটহাজারী পিডিবির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বকুল চন্দ্র রায় সাংবাদিকদের জানান, পাওয়ার গ্রিডের ২৩০ এমভিএ ট্রান্সফরমারে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যার কারণে বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে একটি ট্রান্সফরমার সম্পুর্ণ জ্বলে গেছে। প্রায় ৬০ হাজার লিটার ধারণক্ষমতা এ ট্রান্সফরমার।

পাঠকের মতামত: