ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

সোনাদিয়ার নাগু মেম্বারকে গুলি, মাথায় কোপ

ahotaআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

মহেশখালী সোনাদিয়ার আব্দুল গফুর প্রকাশ নাগু মেম্বার গুলিবিদ্ধ ও মাথায় কোপাহত হয়েছেন। রবিবার রাত ১০ টায় সোনাদিয়া পূর্ব পাড়া জামে মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবীর নামাজ শেষে বের হওয়ার সময় অস্ত্রধারী দুস্কৃতিকারীরা নাগু মেম্বারকে কাছ থেকে প্রথমে বুকে গুলী করে ও গুলী খেয়ে মসজিদের দরজায় পড়ে যাওয়ার পর ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লিখার সময় আহত নাগু মেম্বারকে চিকিৎসার জন্য মহেশখালী গোরকঘাটা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান এলাকাবাসী। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্হা আশংকাজনক বলে জানা গেছে। কুতুবজুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিবিএন’কে বলেন এ ব্যাপারে খবরাখবর নেয়া হচ্ছে।  মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক সিবিএন’কে বলেন, গুলিবর্ষনের ঘটনা শুনে সোনাদিয়ায় যাওয়ার জন্য পুলিশ ফোর্স রওয়ানা দিয়েছে, তবে সাগর উত্তাল থাকায় পৌঁছতে দেরী হচ্ছে। কুতুবজোম ইউনিয়নের ২ নং ওয়ার্ড (সোনাদিয়া) থেকে পরপর চারবার নির্বাচিত মেম্বার আব্দুল গফুর নাগু গুলিবিদ্ধ হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: