ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি ::
সাতকানিয়ায় আওয়ামী লীগের গণসমাবেশে ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ১০ জন আহত হয়েছে।  শনিবার বিকালে সাতকানিয়া কেরানীহাট হক টাওয়ার চত্বরে গণসমাবেশ চলাকালে মঞ্চের পূর্বে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হক টাওয়ার চত্বরে গণসমাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেত মন্ত্রী ওবায়দুল কাদের সভাস্থলে আসার আগে বিকাল ৫টায় আমিনুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে সমাবেশে মঞ্চের দিকে প্রবেশ করতে চাইলে এমপির অনুসারীরা বাঁধা দেয় দেয় বলে সূত্রে জানায়। এসময় দু’গ্রুপের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে পাথর ছুঁড়া-ছুঁড়ি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঞ্চের সামনে নেতা-কর্মীদের বসার স্থানে চেয়ার ছুড়া-ছুড়ি হয়। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। এতে আহত হয় ঢেমশা ৭নং ওয়ার্ডের সভাপতি বিদ্যুৎ বড়–য়া (৩৭), ছাত্রলীগ কর্মী ফেরদৌস (২২), সৈয়দ আলম (২২), তহিদুল
ইসলাম (২০), তরিকুল ইসলাম (২০), আ. মন্নান (১৯), রিদুয়ান (২০), মজিবুর রহমান (৩০), আরিফুল হক (২৯), বাদশা (৩০) ও ফোরকান (৩৩)।

আহতরা আমিনুল ইসলামের অনুসারী বলে জানা যায়। আহতদের কেরানীহাট অলকেয়ার ও আশশেফা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা স্থানীয় এমপি নদভী ও আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের অনুসারীদের বলে জানা যায়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, সমাবেশ চলাকালে মিছিল নিয়ে নেতা-কর্মী সভাস্থলে প্রবেশ করার সময় কিছু যুবক পাথর ছুঁড়ে তাদের উপর। এতে বেশ কয়েক জনের মাথায় আঘাত লাঘে। তবে সমাবেশ সফল হয়েছে।

পাঠকের মতামত: