লোহাগাড়া প্রতিনিধি ::
লোহাগাড়া উপজেলার আধুনগরে কুঠির শিল্পমেলার নামে চলছে লটারি, জুয়া ও নাচ গান। মেলায় দুই চারটি দোকান বসিয়ে মূলত সোনালী লাকি কুপন বিক্রির নামে অবৈধ রমরমা জুয়া খেলাই চালিয়ে নিচ্ছে আয়োজকরা। প্রতিদিন নিরীহ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা। তাদের শতাধিক মাঠ কর্মী প্রত্যেকে রিকশা ও সিএনজি অটোরিকশাযোগে মাইকিং করে এ কুপন বিক্রি করে। উপজেলার সর্বত্রই রাতদিন এ কুপন দেদারছে বিক্রি করছে। প্রত্যেক কর্মী প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার কুপন বিক্রি করে। প্রতিটি কুপনের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। তাছাড়া উপহার সামগ্রী হিসেবে নিন্মমানের পণ্য দেয়া হচ্ছে। কোনো রকম অনুমতি ছাড়া উপজেলা প্রশাসনের নাগালের মধ্যেই প্রকাশ্যে এমন জুয়া ও নাচ গানের আসর বসানোর কারণে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুপন ক্রেতাদের মধ্যে হতদরিদ্র থেকে শুরু করে রিকশাওয়ালা, দিনমজুর, ছাত্রছাত্রী, উঠতি বয়সের তরুণ-তরুণী, গৃহিণী, ব্যবসায়ী এমনকি শিশুও রয়েছে। কুপন কিনতে এলাকায় চুরির ঘটনা ঘটাচ্ছে বখাটেরা। অনেকে পাড়াপড়শির হাঁস-মুরগি, গরু-ছাগল ও ছোটখাট দ্রবাদি চুরি করছে। বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই জুয়া বন্ধের জন্য নানাভাবে ইউএনওকে আহ্বান জানানো হচ্ছে। সোনালী কুপন লটারির পরিচালক সুলতান জানান, লটারির অনুমোদন নিতে হয় না এবং অনুমোদন নেয়ার প্রয়োজন নেই।
পাঠকের মতামত: