ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় পাঁচ হাজার ইয়াবাসহ আটক ১

লোহাগাড়া চট্রগ্রাম ::
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় সোমবার সকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভটকার জব্দসহ চালক মামুন সরদারকে (৩২) আটক করা হয়েছে। আটকৃত চালক রাজবাড়ি জেলার বড় লক্ষ্মীপুর এলাকার বাবর আলী সরদারের পুত্র।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে গাড়ি জব্দসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ওসি মো. শাহজাহান জানান, চালক মামুনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।

পাঠকের মতামত: