ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রামুতে বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ ॥ আহত ১

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজারের রামুতে বাস-মোটর সাইকেল সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১জন। হতাহত ৩জনই মোটর সাইকেল আরোহী। আজ রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঈদগাও তেলিপাড়ার ছব্বির শফিকুর রহমান (২২) ও ঈদগাও পূর্ব ইছাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বীমা কর্মকর্তা বশির আহমদ জানিয়েছেন, কক্সবাজারমুখি মোটর সাইকেল একটি বাসকে ওভারটেক করলে বিপরীতমুখি লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী শফিকুর রহমান ও মো. ফয়সাল। এঘটনায় গুরুতর আহত অপর মোটর সাইকেল আরোহীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, এ দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত একজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঘটনার পর তুলাতলী হাইওয়ে ও রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

 

পাঠকের মতামত: