ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

যে নেতা দেশের জন্য জীবন দিয়েছে,তার সুযোগ্য কন্যা কখনও বেঈমানী করবেনা -চকরিয়ায় পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন

এম.মনছুর আলম, চকরিয়া :

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি ও মর্যাদা অর্জন উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ চকরিয়া থানা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।র‍্যালীটি চকরিয়া সড়ক ও জনপথ কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মঞ্চে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।রবিবার(২৫মার্চ)বিকাল ৪টার দিকে চকরিয়া পুরাতন বিমান বন্দরস্থ বিজয় মঞ্চে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্টিত হয়।উক্ত আনন্দ র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ কক্সবাজার জেলার পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল)কাজী মতিউল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল,কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল,কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত উসমান,চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও বরইতলী ইউপি সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া,কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।এতে উপস্থিত ছিঁলেন চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন,ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন,চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী,চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব,রেজাউল করিমসহ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,১৮ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ,এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রধান অতিথি ড.একেএম ইকবাল হোসেন বলেন,এ দেশকে আজ জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে অর্জন করায় স্বীকৃতি দিয়েছে।এটা গোটা জাতির জন্য বড় গর্বের বিষয়।যে নেতা দেশের জন্য জীবন দিয়েছে,তার সুযোগ্য কন্যা কখনও বেঈমানী করবেনা।বর্তমানে যে ভাবে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তার ধারাবাহিকতা নমুনা হচ্ছে মহেশখালীর বিপুল পরিমাণ উন্নয়ন।বাড়ির অভিভাবক ঠিক থাকলে কখনও সে বাড়ির ক্ষতি করতে পারেনা।বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উপর দেশ নিরাপদ।দীর্ঘ নয়মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বহু ত্যাগের বিনিময়ে এ দেশ স্বধীন হয়েছিল।তিনি আরো বলেন,অচিরেই বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হবে।মালদ্বীপ, ভুটান, পাকিস্তানের মতো দেশকে পেছনে ফেলে আজ দেশ অনেকদূর এগিয়ে গেছে।পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিনা পয়সায় অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন।মাদক,জঙ্গীবাদ, নাশকতা বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করতে হবে।সবাই সোচ্চার হলে এদেশ থেকে মাদক নির্মূল হবেই।তিনি চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হককে এলাকায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে সহযোগীয় বিশেষ অবদান রাখার স্বীকৃতিতে জেলা পুলিশের পক্ষথেকে সম্মাননা দেয়ার কথাও ব্যক্ত করেন।

পাঠকের মতামত: