সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলাধীন মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার ৬৭সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী এবং সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি আশরাফ উদ্দিন আহমদ, সদস্য সচিব মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী, সহসভাপতি যথাক্রমে মোহাম্মদ আলী (সাবেক চেয়ারম্যান), এডভোকেট নাছির উদ্দিন, আক্তার আহমদ, রুস্তম আলী (সাবেক চেয়ারম্যান), মৌলভী সোলতান আহমদ টিপু, গোলাম কাদের সওদাগর, মোক্তার আহমদ (সাবেক মেম্বার কোনাখালী), জাফর আলম (সাবেক মেম্বার বিএমচর), নুরুচ ছোবাহান (পশ্চিম বড়ভেওলা) ও নুরুল আমিন সিকদার (পূর্ববড়ভেওলা), যুগ্ম সদস্য সচিব জসিম উদ্দিন টিটু (বদরখালী) ও মাস্টার আবুল কালাম (প্রকাশ কালাম চাষী), সম্মানীত সদস্য যথাক্রমে সিরাজুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, এসএম জাহাঙ্গীর আলম বুলবুল (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান), মহসিন বাবুল চেয়ারম্যান, মকছুদুল হক ছুট্টো, এরফান উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান ঠিকাদার, এসএম মাঈন উদ্দিন চৌধুরী, এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী (আইনজীবি প্রতিনিধি), বদিউল আলম সাবেক চেয়ারম্যান, দিদারুল হক সিকদার চেয়ারম্যান, নুরে হোছাইন আরিফ সাবেক চেয়ারম্যান, সাহাব উদ্দিন সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ নওশাদ আলী, গিয়াস উদ্দিন (বদরখালী), ইব্রাহিম খলিল (পশ্চিম বড়ভেওলা), আশরাফ হোছাইন মেম্বার, ইউসুফ রাজা, জাহাঙ্গীর আলম (ঢেমুশিয়া), শহিদুল ইসলাম খোকন (বিএমচর), শামসুল আলম (কোনাখালী), মুক্তিযোদ্ধা হাজী মো: ইউসুফ, জসিম উদ্দিন মানিক, সেলিম রেজা এমইউপি, একেএম রফিকুল ইসলাম, মো: শোয়াইব (প্রকাশ বাদল, ঢেমুশিয়া), ফজলুল কাদের (পূর্ববড়ভেওলা), সোলতান আহমদ (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান), কুতুব উদ্দিন বাবুল, ইকবাল দরবেশী এমইউপি, ওয়াহিদুল ইসলাম শামীম, অধ্যাপক মনজুর আলম (শিক্ষক প্রতিনিধি), মিজানুর রহমান (আইনজীবী সহকারী), মো: আবু শামা (মৎস্য চাষী প্রতিনিধি), এডভোকেট রবিউল এহেছান লিটন (আইনজীবী ও যুব প্রতিনিধি), কফিল উদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল (বিএমচর), সাহাব উদ্দিন শাকিল, বাহাদুর আলম সাবেক মেম্বার, মো: হেফাজ সিকদার, মো: ইউনুছ ছিদ্দিকী (যুব প্রতিনিধি, বদরখালী), আলাউদ্দিন (পূর্ববড়ভেওলা), মো: আনোয়ার পারভেজ (বদরখালী), ফোরকান সওদাগর, মোজাম্মেল হক, মৌলভী মো: আবুল কাসেম নুরী (ইমাম প্রতিনিধি), মোর্শেদুল ইসলাম (পূর্ববড়ভেওলা), মো: আবু জায়েদ, জসিম উদ্দিন, আবদুল হামিদ, মাস্টার সেবক দাশ (জলদাশ প্রতিনিধি), সাংবাদিক ওমর ফারুক, কফিল উদ্দিন এমইউপি, হুমায়ুন কবির চৌধুরী (ছাত্র প্রতিনিধি)।
পাঠকের মতামত: