ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শাহেদ মিজান, কক্সবাজার :
মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বজ্রপাতে মোঃ ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের পুত্র ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালের দিকে হঠাৎ বৃষ্টিপাত হলে পিতাকে সাহায্য করতে লবণ কুড়াতে মাঠে যায় ফারুক। এসময় বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মারা যায় ফারুক।
সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ বলেন, ‘পূর্বাভাস ছাড়া বৃষ্টি নেমে এলে মাঠে থাকা লবণ কুড়াতে পিতাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাত হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পাঠকের মতামত: