ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

মহাসড়কের ডুলাহাজারায় ৩ গাড়ির সংঘর্ষ, গাড়ি ভাংচুর নারী শিশু সহ আহত ১৫

aaমোস্তফা কামালঃ কক্সবাজার-চট্টগ্রাম মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের দক্ষিণে বন বিট অফিসের সামনে যাত্রী বাহি বাস ও প্রাইভেট নোহা গাড়ির মুখো মুখি সংর্ঘষে দুই গাড়ির চালক উত্তেজিত হয়ে পাল্টা-পাল্টি গাড়ি ভাংচুর করেছে।

এ সময় নোহা গাড়ি চালক গাড়ি নিয়ে পালাতে গিয়ে আরেকটি মোটর সাইকেল আরোহীর সাথে সংঘর্ষ হয়েছে। এতে তিন গাড়িতে থাকা নারী-শিশু সহ অন্তত ১৫ জন যাত্রী কম বেশী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ডাক্তারখানায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নেওয়া সম্ভব হয়নি।

১৪ অক্টোবর শুক্রবার দুপুর ১টার দিকে ঘটেছে এ ঘটনা। স্থানীয়রা জানান, মহা-সড়কের মালুমঘাট বন বিট অফিসের সামনে চট্টগ্রাম মুখী যাত্রীবাহি বাস চকরিয়া সার্ভিস কক্সবাজার- ছ ১১-০০৯৮ এবং কক্সবাজার মুখী নোহা- চট্টমেট্রো- চ ৫১-১৭২৮নং গাড়ির হাল্কা মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও হেলপারদের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে লাঠি, হাতুড়ি নিয়ে পাল্টা-পাল্টি গাড়ি ভাংচুর করে।

এ সময় প্রাইভেট নোহা চালক গাড়ি নিয়ে পালাতে গিয়ে অপর একটি মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সংঘর্ষ আরো বেড়ে যায়। এ সময় স্থানীয় ডুলাহাজারা ইউ.পি সদস্য জয়নাল আবেদীন সোনামিয়া ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউ.পি সদস্য জয়নাল আবেদীন সোনামিয়া ঘটনা সমাধানের তারিখ দিয়ে দুই গাড়ির কাগজপত্র জব্ধ করে গাড়ি সহ তাদের ছেড়েদেন।

এ বিষয়ে জানতে চাইলে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আই.সি সার্জেন্ট আশিকুর রহমান বলেন, গাড়ি সংঘর্ষের সময় আমরা জুমার নামাজে ছিলাম, এতে বিষয়টি আমার জানা সম্ভব হয়নি, তবে উক্ত গাড়ির বিষয়ে খুজ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: