ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ভারুয়াখালীতে ছুরিকাঘাতে মহিলা নিহত

index মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ::::

সদর উপজেলার ভারুয়াখালীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। ২৭ আগষ্ট সকাল ৯টায় মশার পাড়ায় এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ইউনিয়নের মশার পাড়ায়, সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক মহিলা নিহত হন। নিহত বৃদ্ধা আনসার বেগম (৫৫) ইউনিয়নের মশর পাড়ার মৃত সব্বির আহমদের স্ত্রী। আক্রমণকারী একই ইউনিয়নের চৌচুলামুরা গ্রামের হামিদুর রহমানের ছেলে কুখ্যাত সন্ত্রাসী হামিদুল্লাহ (৩৫) বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই হামিদুল্লাহ স্থানীয় বানিয়াপাড়া মৎস্য প্রজেক্টের বাসায় বসে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। প্রজেক্টের পাহারাদার তার এহেন কার্যক্রমে বাঁধা প্রদান করলে, হামিদুল্লাহ পাহারাদারকে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এই ব্যাপারে প্রজেক্টের লোকজন ভারুয়াখালী ইউপি চেয়ারম্যানকে বিচার দিলে, চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার ওই মাদকসেবী হামিদুল্লাহকে ধরার জন্য প্রজেক্টে গেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আনসার বেগমকে দারালো ছুরি দ্বারা আঘাত করে। এতে আনসার বেগম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হামিদুল্লাহ দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিতে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনারদিন স্থানীয় বানিয়া পাড়া মৎস্য প্রজেক্টের লোকজনের অভিযোগের ভিত্তিতে মাদকসেবী হামিদুল্লাহকে ধরার জন্য চৌকিদার পাঠাই। কিন্তু সে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ মহিলা আনসার বেগমকে হত্যা করে। কক্সবাজার সদর মডেল থানার এস.আই মনোয়ার হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি মোবাইল টিম নিয়ে সদর হাসপাতালের মর্গে আসি। হাসপাতালে ময়না তদন্ত শেষে রাত ৮টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়। এ রিপোর্ট লিখার সময় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: