উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে। ই-তথ্য প্রযুক্তি সেবার মাধ্যমে শিক্ষা, কৃষি, উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সহজ লভ্যভাবে দেশ-বিদেশে যোগাযোগ নিশ্চিত করেছে। তাই বিশ্বায়নের এ যুগে ঠিকে থাকতে হলে সকল নাগরিককে তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে হবে।
গতকাল উখিয়ার রতœাপালং ইউনিয়ন পরিষদ (পুরাতন ভবন) মিলনায়তনে পালং রেডিয়েন্ট কম্পিউটার ট্রেইনিং সেন্টার এন্ড লার্নিং ইনষ্টিটিউশন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান। স্বাগতম বক্তব্য রাখেন, পালং রেডিয়েন্ট কম্পিউটার ট্রেইনিং সেন্টার এন্ড লার্নিং ইনষ্টিটিউশনের পরিচালক নুরুল হাকিম মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাবের আহমদ কন্ট্রাক্টর, মেম্বার আক্তার কামাল চৌধুরী ও পরিষদের সচিব আবু ছুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, মেম্বার ডাক্তার মোক্তার আহমদ, মেম্বার নুরুল হক মনু, মেম্বার মাহমুদুল হক, মাহমুদুল হক, মেম্বার নেজাম উদ্দিন দুলাল, মহিলা মেম্বার শাহনুর বেগম, পুতুল রাণী বড়–য়া ও আনজুমান আরা পাখি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাস্টার মাহমুদুল করিম।
উল্লেখ্য যে, রতœাপালং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পালং রেডিয়েন্ট কম্পিউটার ট্রেইনিং সেন্টার এন্ড লার্নিং ইনষ্টিটিউশন চালু করা হয়েছে।
###################
দীর্ঘ ৮ বছর পর উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আজ
ফারুক আহমদ, উখিয়া ॥
দীর্ঘ ৮ বছর পর উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ২০০৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বহু প্রতীক্ষিত এ নির্বাচন কে ঘিরে অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে উৎসাহ আমেজ দেখা দিয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: ইদ্রিস মিঞা জানিয়েছেন।
এবারের নির্বাচনে ৪টি অভিভাবক (পুরুষ) পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আবুল হাসনাত চৌধুরী আবুলু, হাসান জামান রাজু, সাগর উদ্দিন, মাস্টার আব্দুল্লাহ আল-হাকিম (বাবুল), আবুল গফুর দানু, রাজা মিয়া, মুজিবুল হক ভুট্টু, আবছার উদ্দিন, ছৈয়দ ফরহাদ মাহমুদ খোন্দকার, মোহাম্মদ আলমগীর ও নিমাংশু বড়–য়া। সংরক্ষিত ১টি মহিলা আসনে ছেনুয়ারা বেগম ও বিউটি প্রতিদ্বন্দিতা করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১১৬০ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
পাঠকের মতামত: