ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বির্তকিত ব্যক্তিদের নয়, সৎ ও তারুণ্য নির্ভর ব্যক্তিদের মনোনয়ন দিবেন শেখ হাসিনা -চকরিয়ায় সংবর্ধনা সভায় মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাফিয়া খাতুন

প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সাংসদ সাফিয়া খাতুন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে নারীরা ক্ষমতার উৎস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ আজ এশিয়ান টাইগারে পরিণত হয়েছে। যেখানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা আছে।

১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন এসব কথা বলেন।

সাবেক নারী সাংসদ সাফিয়া খাতুন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে তৃতীয় সৎ নেতা নির্বাচিত হয়েছেন। যেটি সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। কারণ তিনিও একজন নারী। এটি নারীদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।

সাফিয়া খাতুন আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে নারী ভোটাররা মুখ্য ভূমিকা পালন করবে। আগামী সংসদ নির্বাচনে বির্তকিত কোন ব্যক্তিকে নেত্রী মনোনয়ন দিবেন না। সৎ, ভাল ইমেজ সম্পন্ন ও তারুণ্য নির্ভর ব্যক্তিদের মনোনয়ন দিবেন। দলের মধ্যে কোন ভেদাভেদ রাখা যাবে না। এখন থেকে এক হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মো: আশরাফুল ইসলাম সজীব বলেছেন, কক্সবাজারের চারটি আসনের মধ্যে চকরিয়া-পেকুয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। যার মধ্যে নারীরা সংখ্যায় বেশি। আগামী নির্বাচনে পার্থক্য গড়ে দিবে নারীরা। তাই এখন থেকে আমাদেরকে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে এবং সেই কাজটিতে অগ্রণী ভুমিকা পালন করতে হবে আমাদের নারী নেতৃত্বকে। তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নারী নেত্রীরা আমাদের মা-বোনদের কাছে গিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং কুরআন শরীফ ধরিয়ে শপথ করিয়ে ভোট সংগ্রহ করে। তাই মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে এবং মা-বোনদের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের প্রচার করে ভোট ভিক্ষা চাইতে হবে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. আমজাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরুদ্দিন আহমদ, সদস্য এটিম জিয়া উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সহ সভানেত্রী আজিজা খানম কেয়া, যুগ্ম সম্পাদক শিরীন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি,সদস্য কণা জব্বার, মালিহা জামান, রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম, মো. শহিদুল্লাহ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল করিম সাঈদী, যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, মহিলা নেত্রী শাহানা বেগম, জান্নাতুল বকেয়া রেখা, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিফা খাতুন রুবি, চকরিয়া পৌর কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, ছাত্রলীগের নেতা আবু ইউছুফ জয়, সাদ্দাম হোসেন মিটু, রাজু দাশ প্রমুখ।

পাঠকের মতামত: