ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

প্রতারণার দায়ে গ্রীণ ডেল্টা হাউজিং-এর ব্যবস্থাপনা পরিচালকের ৬ মাসের কারাদন্ড

বিশেষ প্রতিবেদক :

প্রতারণার দায়ে গ্রীণ ডেল্টা হাউজিং এন্ড ডেভেলমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেনকে ৬ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেছে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিচারক তামান্না ফারা এ রায় প্রদান করেন।

মামলার বাদির পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, কক্সবাজার শহরে গোলদিঘীর পাড় এলাকার বাসিন্দা অমলেন্দু পালের পুত্র বিশ্বজিত পাল গত
২০১১ সালের নভেম্বর মাসে গ্রীণ ডেল্টা হাউজিং এর একটি এ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করে। কক্সবাজার শহরের স্টেডিয়াম সড়কের সাগরিকা
প্রকল্পে এ ফ্ল্যাট তৈরী হওয়ার কথা ছিল। বিশ্বজিত ২০১৫ পর্যন্ত চুক্তি মতে সাড়ে ১৭ লাখ টাকা পরিশোধ করলেও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বেলাল
হোসেন প্রতারণামুলক এ টাকা আত্মসাত করে। একই সঙ্গে ফ্ল্যাট নিমার্ণের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এতে বিশ্বজিত পাল বাদি হয়ে গত ২০১৫ সালের জুলাই মাসে এসে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারণা মামলা করে। ৩ বছর মামলা পরিচালনা শেষে স্বাক্ষী প্রমাণে দোষী হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। এ মামলায় আসামী বেলাল হোসেন পালাতক রয়েছে।

তিনি জানান, গ্রীণ ডেল্টা কোম্পানীটির বিরুদ্ধে কক্সবাজারে আরো অনেক প্রতারণার অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত: