পেকুয়ায় বিজিবির অবসর প্রাপ্ত সদস্য চাঞ্চল্যকর হেলাল উদ্দিন হত্যা মামলায় যুবলীগ নেতা শাহজাহানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া থানা পুলিশ কবির আহমদ চৌধুরী বাজার থেকে তাকে আটক করে। গতকাল বুধবার ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে কক্সবাজার কারাগারে প্রেরন করে পুলিশ। জানা গেছে আটককৃত শাহজাহান উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তিনি সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড় যুবলীগের সহ-সভাপতি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশিং একই ওর্য়াড়ের সাধারন সম্পাদক। পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুরুল কাদের যুবলীগ নেতা শাহজাহানকে আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানায় বাদি নিশ্চিত করেছেন ওই ঘটনার সাথে আটককৃত ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে যুবলীগ নেতা শাহজাহানকে আটক, অতপর হত্যা মামলায় সম্পৃক্ত করে জেলে পাঠানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মাঝে ক্ষোভ ও ঘৃনা তৈরি হয়েছে। পেকুয়া বাজারের ব্যবসায়ী ও বাইম্যাখালী এলাকার তার প্রতিবেশিরা জানায় এটি শাহজাহানের প্রতি অবিচার করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনের বিপরীত পুলিশিং আটক করার পর তার প্রতি চরম মানবাধিকারের লঙ্গন করা হয়েছে। যেকোন সাধারন নাগরিকের ন্যায় সঙ্গত আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। নাগরিকের জীবন যাপন ও চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। কিন্তু যুবলীগ নেতা শাহজাহানকে পরিকল্পিতভাবে ওই হত্যা কান্ডের সাথে জড়িয়ে দিয়েছে একটি স্বার্থন্বেষীমহল। আমারা এলাকাবাসিরা এ ঘটনায় অত্যন্ত মর্মহত হয়েছি। শাহজাহান চক্রের স্বীকার হয়েছে। তার আটকের পর পুরো এলাকায় অস্বস্তি ছড়িয়ে পড়েছে। এদিকে যুবলীগ নেতা শাহজাহানকে আটক করে হত্যা মামলায় জেলে পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ক্ষমতাসীন দল আ’লীগ, যুবলীগসহ সহযোগি সংগঠন। তার আটকের খবরে ক্ষমতাসীন দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল বুধবার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে বৈঠক করেছেন। এর প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দরা জানিয়েছেন শাহজাহান আমাদের ত্যাগি একজন কর্মী। যেকোন আন্দোলন, সংগ্রামে আমরা তাকে রাজপথে দেখেছি। তার ত্যাগ আ’লীগের জন্য দীর্ঘ দিনের। গত ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ড়ে শাহজাহান মেম্বার প্রার্থী ছিল। সামান্য ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়। মামলার বাদি মমতাজের ভাই দিদারুল ইসলামও একই ওয়ার্ড়ে নির্বাচনে প্রার্থী ছিলেন। সে সময় থেকে তাদের মধ্যে ¯œায়ু বিরোধ দেখা দেয়। পেকুয়া বাজারের দক্ষিন পাশে^ বাণিজ্যিক ভবন তৈরির প্রক্রিয়া চলছে। সেখানে প্রায় ২৮শতক জায়গা নিয়ে বাদি মমতাজের সাথে শাহজাহানের বিরোধ চলছে। এনিয়ে একাধিক বৈঠক হয়েছে। ভাইয়ের হত্যা কান্ডের এ মামলায় শাহজাহানকে ঘায়েল করার মুল কারন হচ্ছে ওই জায়গা। আমরা ক্ষমতাসীন দল এ ঘটনায় অত্যন্ত মর্মহত হয়েছি। এ হত্যাকান্ডের ঘটনায় আমরাও চরমভাবে ব্যথিত। তবে আমরা যা লক্ষ্য করছি বিএনপির স্থানীয় নীতি নির্ধারকরা বাদির সাথে হাত মিলিয়েছে। মামলা মোড ঘুরাচ্ছে বিএনপির শীর্ষ নেতার ইশারায়। এখন ওই মামলায় আমাদের নির্দোষ, নিরহ কর্মীদের জড়ানোর চেষ্টা চলছে। যা আ’লীগকে শক্তি খর্ব করার গভীর চক্রান্ত। এ ব্যাপারে কক্সবাজার জেলা আ’লীগ সদস্য ও উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারন সম্পাদক আবুল কাসেম জানায় আমরা নিশ্চিত হয়েছি শাহজাহানকে অন্যায়ভাবে আটক করে মামলায় জড়ানো হয়েছে। আমরা বৈঠক করেছি। সিদ্ধান্ত হয়েছে কর্মসুচির। এভাবে মেনে নেয়া যাবেনা। শাহজাহানের বিষয়ে দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ করা হবে। সে গরীবের ছেলে। কিন্তু দলের নিবেদীত ও ত্যাগী ছেলে।
প্রকাশ:
২০১৭-০২-০২ ০৩:৫১:৩৪
আপডেট:২০১৭-০২-০২ ০৩:৫১:৩৪
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
পাঠকের মতামত: