ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির হিড়িক

পেকুয়া অফিস:

পেকুয়া উপজেলায় বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির হিড়িক পড়েছে। এতে করে সাধারন জনগন দারুনভাবে প্রতারিত হচ্ছে। এ ব্যাপারে সচেতন মহল মোবাইল কোর্ট অভিযান জরুরী বলে মনে করছেন। জানা যায়, পেকুয়া উপজেলায় অসংখ্য হাট বাজারে ভেজাল পণ্য বিক্রি হচ্ছে। এমনকি ফার্মেসী গুলোতেও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। পেকুয়া উপজেলায় পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজার, পেকুয়া চৌমুহনী, পেকুয়া গুরা মিয়া বাজার, ছড়াপাড়া বাজার, আহমদ ডিলার চৌমুহণী, সাকুরপাড় ষ্টেশন, রাজাখালী ইউনিয়নের আরবশাবাজার, সবুজ বাজার, আমিন বাজার, মগনামা ইউনিয়নের কাজি মার্কেট, মুহুরীপাড়া, ফুলতলা স্টেশন, মগনামা লঞ্চঘাট ষ্টেশন, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার, করিমদাদ মিয়ার ঘাট, গুদারপাড়, টইটং ইউনিয়নের টইটং বাজার, হাজী বাজার, ধন্নাকাটা, বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া বাজার, মৌলভীবাজার, স্কুল ষ্টেশন, নোয়াখালী ব্রীজ স্টেশন, শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া স্টেশন, কাচারীমোড়া স্টেশন, শিলখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ষ্টেশন ইত্যাদি দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ন ও অনুমোদনহীন ঔষধ বিক্রির তথ্য পাওয়া যাচ্ছে। এ দিকে গত রবিবার পেকুয়া চৌমুহনী ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন মিতালীর বার্ষিক সভায় নৈশভোজ শেষে মজো নামক পানীয় দ্রব্য নিয়ে আসলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে কেউ পান করতে পারে নি। সমিতির সাধারন সম্পাদক রফিক উদ্দিন জানান, পেকুয়া চৌমুহণীর বনফুল এন্ড কৌম্পানী থেকে ওই দ্রব্যগুলো আনা হয়েছে। এলাকার সচেতন মহল জানান, পেকুয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি সালমা ফেরদৌস বেশ কয়েকবার পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করলেও সম্প্রতি উক্ত অভিযান ঝিমিয়ে পড়েছে। এর ফলে প্রশাসনের নজরদারী কঠোর না হওয়ায় এলাকার অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। এ ব্যাপারে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা ফেরদৌস জানান, শীঘ্রই পুনরায় অভিযান পরিচালনা করবেন বলে জানান।

##########

পেকুয়ায় জামিন নিতে আসামী জেল হাজতে

পেকুয়া অফিস:

পেকুয়ায় জামিন নিতে গিয়ে রাতের আধাঁরে ধান কাটার আসামী জেল হাজতে প্রেরন করেছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত। গত মঙ্গলবার পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া এলাকার গোলাম মোস্তফা চৌধুরী(৫৫)ধান কাটা মামলায় জামিন নিতে গেলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করে। জানা যায়, গত ২৮ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে ওই আসামীর নেতৃত্বে ২০/৩০ জন ভাড়াটে লোকজন মৃত বাদশার পুত্র সাইফুল ইসলাম গং এর ৪০ শতক জমির ধান রাতের আধাঁরে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে পেকুয়া ইউনিয়নের উত্তর সাবেকগুলদি গ্রামের মৃত বাদশার পুত্র সাইফুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রেকর্ড করে। যার নং জিআর ১৭৭/১৭। মামলার বাদী সাইফুল ইসলাম জানান, ওই আসামী এখনও জেল হাজতে রয়েছে।

পাঠকের মতামত: