ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পেকুয়ায় চুরিকাঘাতে মহিলাসহ আহত-৩

ahot.পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় দুর্বৃত্তদের চুরিকাঘাতে একই পরিবারের মহিলাসহ তিনজন আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই এলাকার আহমদ ছফার স্ত্রী হোসনে আরা বেগম (৪০), তার ছেলে রুবেল (২৫), ও নুরুচ্ছফার ছেলে আল-মুবিন (২২)। আহতদের মধ্যে হোসনে আরা’র অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিন তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানা গেছে ওইদিন সকালে আহমদ ছফার ছেলে রুবেল ভারুয়াখালী নিজ বাড়ি থেকে বারবাকিয়া বাজারে আসছিলেন। পথিমধ্যে ভারুয়াখালী ষ্টেশন সংলগ্ন জায়গায় পৌঁছলে তাকে পথরোধ করে একই এলাকার আব্দু জব্বারের ছেলে নুরুজ্জামান প্রকাশ বদাইয়া ডাকাত, ছালামত আলীর ছেলে রুহুল আমিন, রুহুল াামিনের ছেলে ফোরকান, শাহ আলমের ছেলে মানিক, আহমদ ছবির ছেলে বেলাল উদ্দিনসহ ৭-৮জন দুর্বৃত্ত। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। খবর পেয়ে রুবেলের মা ও তার চাচাতো ভাই আল-মুবিন তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এ সময় ওই দুর্বৃত্তরা হোসনে আরা বেগমকে বাম চোখে চুরিকাঘাত করে মারাত্বক জখম করে। আল-মুবিন জানায় নুরুজ্জামান প্রকাশ বদাইয়া ডাকাত সম্প্রতি জেল থেকে বের হন। কয়েকজন ডাকাত আমার বাড়ি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। টের পেয়ে আমরা এ পরিকল্পনা নসাৎ করেছি। পরদিন ক্ষিপ্ত হয়ে ডাকাতরা আমার ভাই রুবেলকে প্রাননাশ চেষ্টা চালায়।

পাঠকের মতামত: