ঢাকা,শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

পেকুয়ায় খুঁটি বিধ্বস্থ, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন মগনামায়

biddut khutiপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ৫দিন ধরে মগনামায়। গত ২০এপ্রিল কাল বৈশাখীর তান্ডবে উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া বাজারে বিদ্যুতের একটি খুঁটি বিধ্বস্থ হয়। এতে করে ওই সময় থেকে মগনামা ইউনিয়নে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুত না থাকায় এ ইউনিয়নে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় মগনামা ইউনিয়নের পল্লী বিদ্যুতের একটি খুঁটি বিধ্বস্থ হয়েছে। স্থানীয়রা জানান গত ২০এপ্রিল রাতে কাল বৈশাখী বয়ে যায় উপকুল ভাগে। এ সময় ফুলতলা-দক্ষিন মগনামা সড়কের মগনামা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে স্থাপিত পল্লী বিদ্যুতায়নের একটি খুঁটি ভেঙ্গে যায়। এদিকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো মগনামা ইউনিয়নে। মুহুরী পাড়া বাজারের ডা.আব্দুল জলিল, আবু ছিদ্দিক বাদশাহ, ব্যাংক কর্মকর্তা সেকাম উদ্দিন জানায় খুঁটি বিধ্বস্থ হয়েছে। পল্লী বিদ্যুত ব্যবস্থাপনাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন পুরো মগনামা ইউনিয়ন অন্ধকারে। পল্লী বিদ্যুতের নাগরিক সেবা বিঘিœত হয়েছে। মাসের পর মাস খুঁটি ও তার বিচ্ছিন্ন থাকলেও তাদের মধ্যে কোন মাথা ব্যাথা নেই। এর আগে এ রকম বিপর্যয় হয়েছে। আমরা টাকা তোলা তুলি করে তাদেরকে টাকা দিয়েছি। অনেকদিন পর বিদ্যুত পেয়েছি। টাকা দিয়ে বিদ্যুত সংযোগ পাওয়ার এ রকম অহরহ প্রমান আছে।

পাঠকের মতামত: