ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা ছাত্র-যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল

নাজিম উদ্দিন, পেকুয়া :

চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা ছাত্র-যুব কল্যাণ পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, প্রয়াত উপদেষ্টা ও সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (২মার্চ) চট্টগ্রামস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি সোহেল আজিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক  সাদ্দাম হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেরনসান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন মো: সানাউল্লাহ। উদ্বোধক ছিলেন চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির যুগ্ন-সম্পাদক মো: সিরাজুল মোস্তফা, প্রধান আলোচক ছিলেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: নাসির উদ্দিন, বক্তব্য দেন মজিদিয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক নুরুল হোছাইন। সংগঠনের উপদেষ্টা প্রয়াত সাইফুর রহমান ওয়ারেছিসহ প্রয়াত সকল উপদেষ্টা ও সদস্য/সদস্যাদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি মো: সেলিম উদ্দিন, আনোয়ার সাদাত, মো: হারুণ, বেলাল উদ্দিন, বাহার ওয়ারেছি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ইফফাত ফয়সাল ছোটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি রিদুয়ানুল ইসলাম, মো: রিদুয়ান, ওয়াসিম আকরাম, যুগ্ন-সম্পাদক শাহনেওয়াজ সুমন, শওকত হোছাইন, সাংগঠনিক সম্পাদক কেএম ইয়াসির আরফাত, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক মো: নুর, কার্যকরী সদস্য মিজানুর রহমান, তৈয়বুল ইসলাম, মো: ফোরকান ও মো: মিজানুর রহমান। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। এদিকে সংগঠনের কার্যালয়ে সকালে প্রয়াত উপদেষ্টা ও সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র খতমে কোরাআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে কেক কেটে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সভাপতি সোহেল আজিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন সংগঠন পরিচালায় অতীতের মত ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: