নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
কক্সবাজারবাসীর প্রত্যাশা পূরনে বদ্ধপরিকর দৈনিক হিমছড়ি। নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন থাকার কারণে পাঠকপ্রিয় হয়ে উঠছে পত্রিকাটি। আবেগ-ইমোশনের জায়গা সংবাদপত্র নয়। উন্নয়ণ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক হিমছড়ি পৌছাতে হবে প্রতিটি পাঠকের কাছে। এতে করে কক্সবাজারের সংবাদপত্র অঙ্গনে এই পত্রিকার মান বৃদ্ধি পাবে। কাউকে অনুকরণ নয়, নিজেদের চিন্তা চেতনা দিয়ে দৈনিক হিমছড়ি এগিয়ে যাবে। প্রত্যেক এলাকার দূর্ভোগ ভোগান্তি গুরুত্বসহকারে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
শনিবার কক্সবাজারের পাঠকপ্রিয় দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।
দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিকিৎসক পত্রিকার প্রকাশক ডা: সরওয়ার হাসান বলেন, সার্কুলেশন মূখ্য নয়, পত্রিকার মান বিবেচনা করতে হবে। আদর্শ ও নীতির প্রশ্নে আপোষহীনতার কারণে দৈনিক হিমছড়ি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। জনদাবী আর মানুষের চাওয়াকে আরো বেশি গুরুত্ব দিলে হিমছড়ি আরো অনেক দূর এগিয়ে যাবে। এক্ষেত্রে অতিথি লেখকদের লেখা সাদরে গ্রহণ করারও অভিমত তুলে ধরেন। সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালক এ্যাডভোকেট রমিজ আহমদ ও মহিউদ্দিন চৌধুরী।
বক্তারা নতুন অফিসের জন্য প্রকাশককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দৈনিক হিমছড়ি জনগণের কথা বলে হিমছড়ি দেশ জনগণসহ সর্বসাধারণের কথা বলে। পত্রিকার মান বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন পরিচালনা পর্ষদ করতে বাধ্য। পাঠকদের ভাল কিছু দেয়ার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। গতানুগতিক নিয়মে সংবাদ রচনা পরিহার করে জনদাবীকে গুরুত্ব দিতে হবে। পাঠক প্রতিদিন যা জানতে চান তাই যেন হিমছড়ির পাতায় ফুটে উঠে।
দৈনিক হিমছড়ির চীফ রিপোর্টার ছৈয়দ আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী। প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, ইসলাম আল মাহমুদ, আবুল বশর নয়ন, বাবুল মিয়া মাহমুদ, এইচএন আলম, চকরিয়া অফিসের আবদুল মজিদ, টেকনাফস্থ নিজস্ব প্রতিনিধি হুমায়ুন রশিদ, মহেশখালী প্রতিনিধি মুহাম্মদ তারেক, পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, রামু প্রতিনিধি আহমদ ছৈয়দ ফরমান, উখিয়া প্রতিনিধি পলাশ বড়–য়া, উখিয়া সংবাদদাতা মোসলেহ উদ্দিন, বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমান, ঈদগড় প্রতিনিধি জাফর ইকবাল, কেফায়েত উল্লাহ, মো: তারেকুর রহমান আজাদ, অফিস সহকারী জাহেদুল ইসলাম বাবলু ও নাঈমুল ইসলাম দুর্জয়।
প্রতিনিধিরা তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আগামীতে পত্রিকায় লিখনির মাধ্যমে দৈনিক হিমছড়ি ও জনগনের পাশে থাকার অঙ্গিকার করেন। প্রতিনিধি সভায় আগামি ৬ ফেব্রুয়ারী/১৮ ইং ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বার্ষিক পিকনিক, সার্কুলেশন বৃদ্ধি, উন্নয়নমূলক সংবাদ পরিবেশনে সবাইকে আরো অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।
প্রতিনিধি সভার শুরুতে দৈনিক হিমছড়ির নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মাওলানা ইহতেশামুল হক।
প্রকাশ:
২০১৭-১১-২৫ ১৪:৫৬:২০
আপডেট:২০১৭-১১-২৫ ১৪:৫৬:২০
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ঢেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
পাঠকের মতামত: