চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস কলেজের অধ্যাপক ও মাসিক আত্-তাওহীদ সম্পাদক ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (স.) এর আদর্শে উজ্জীবিত হয়ে মানবতার বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দুঃখী, অভাবগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহানবী (স.) এর সুন্নাত। শীতার্ত মানুষকে শীত বস্ত্র দান করলে আল্লাহর পক্ষ হতে জান্নাতে আমরা দামী কাপড় প্রাপ্ত হবো।
তিনি ১ফেব্র“য়ারী উখিয়ায় পালং ইসলামী ছাত্র সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে বক্তৃতাকালে একথা বলেন। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ড. খালিদ হোসেন আরো বলেন, সততা, তাকওয়া ও ইনসানিয়াত, মানব চরিত্রের উজ্জ্বলতার আদর্শ। এ আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।
পাঠকের মতামত: