ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চকরিয়া ও কক্সবাজারে দুই দিনের সফরে আসছেন পরিবেশ ও বনমন্ত্রী

anwar_hossain_manju_1চকরিয়া নিউজ ডেস্ক ::

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আগামী ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনের সফরে কক্সবাজার আসছেন।
২৪ অক্টোবর সকালে ঢাকা থেকে চট্রগ্রাম পৌঁছে সরকারী ও দলীয় সভায় অংশ গ্রহণ করবেন। বিকাল সাড়ে তিনটায় চট্রগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
আসার পথে বিকাল সাড়ে ৫টায় চকরিয়া ইনানী রিসোর্টে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এসময় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি)’র প্রেসিডিয়াম সদস্য এ.এইচ সালাহ্ উদ্দিন মাহমুদ, জেপি‘ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এই সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হোটেল সায়মানে ওয়েলকাম নৈশভোজে অংশ নেবেন।
পরের দিন সকাল ৯টায় হোটেল সায়মানে 13th MFF- Regional Committee এর সভায় যোগদান করবেন।
দুপুরে আড়াইটায় জেলা জাতীয় পার্টি (জেপি)’র নেতাদের সাথে সভায় মিলিত হবেন।
সভা শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মহিউদ্দিন মহারাজ স্বাক্ষরিত স্মারকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রীর দুই দিনের সফরের সার্বিক তদারক করবেন জাতীয় পার্টি (জেপি)’র প্রেসিডিয়াম সদস্য এ.এইচ সালাহ্ উদ্দিন মাহমুদ।

পাঠকের মতামত: