ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি ::
বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা যুবদল। বুধবার (মে) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।
তিনি বলেন, তারেক রহমান এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তারেক রহমান এদেশের আস্থার শেষ ঠিকানা। মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে বারবার তারেক রহমানকে জনতার হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। যতই নির্যাতন আর মিথ্যা মামলা দেওয়া হয়, জনগণের ভালবাসায় সিক্ত হয়ে ঠিকই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। সেদিন বেশী দূরে নয়।
জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে তারেক রহমানই তাদের মূল ফ্যাক্টর। তাকে গ্রেফতার করা হলে বিএনপির রাজনীতি স্তব্দ হয়ে যাবে। তারেক রহমানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম মোকতার আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমীর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ রফিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবু দোলন ধর, আইন বিষয়ক সম্পাদক আবুল বশর বাবু, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, সহ-পর্যটন বিষয়ক সম্পাদক প্রকৌশলী তারেক মাহমুদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা তবারক হোসেন।
এতে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, সহ-সধারণ সম্পাদক জাহেদুর রহমান, হারুনর রশীদ, সম্মানিত সদস্য মাহমুদুল হক, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ডালিম, ক্রিড়া সম্পাদক হেলাল উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক মোরশেদুল হক শাহীন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক সাইফুল ইসলাম লিটন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম, সহ-ক্রিড়া সম্পাদক আবছার কামাল, সহ-যোগাযোগ সম্পাদক মোহাম্মদ হানিফ, সহ-সমাজকল্যান সম্পাদক জাফর আলম, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক মোতাহার হোসেন, সহ-ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক জয়নাল আবেদীন, সহ-মৎস্যজীবী সম্পাদক খোরশেদ আলম পুতু, সহ-কর্মসংস্থান সম্পাদক সরওয়ার খান, সহ-প্রচার সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মঈনুল আমিন ইমু, সহ-ক্রিড়া সম্পাদক নাসির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাশেম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ, সহ-কৃষি সম্পাদক জসিম উদ্দিন, সহ-মৎস্য সম্পাদক সবিজ আলী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শেখর, সহ-কর্মসংস্থান সম্পাদক রাজিব চৌধুরী, সদস্য সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম লিটন, যুবদল নেতা ছৈয়দুল করিম, আবদুল হাই টিটু,মাহবুবুর রহমান, আবদুর রহমান সোহেল, আজাদুর রহমান গুরামিয়া, সোহেল ইসলাম, শেখ আবদুল্লাহ লালু, দেলোয়ার হোসেন, আলা উদ্দিন, মোহাম্মদ রাসেল, মো. তানভীর, কাশেম, লাকিম, তৌহিদ, মুবিন, নজরুল, তরাবক, সাইফুল, কামরুল, সাদ্দাম, মোতালেব, ছোটন, তাজউদ্দিন, আমির হোসেন লেটু, মামুন, এডভোকেট রশিদুল আলম প্রমুখ।
সংবাদ প্রেরক
রফিকুল ইসলাম মিয়াজী
সহ-দপ্তর সম্পাদক, জেলা যুবদল।

পাঠকের মতামত: