ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ডুলাহাজারা সাফারীপার্ক সরকারী বন্ধের দিনেও খোলা……..নিয়ম ভঙ্গকরে ছুটি বাতিল করায় কর্মচারীরা হতাশ!

ffffমোস্তফা কামালঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মজিব সাফারীপার্ক মঙ্গলবার সরকারী বন্ধের দিনেও দুর্গাপূজার নাম ভাঙ্গীয়ে খোলা রেখেছে সাফারীপার্ক ইজারাদার ও কর্তৃপক্ষ।

এতে সরকারীভাবে দেশের গাজীপুর সাফারীপার্ক সহ বিভিন্ন চিড়িয়াখানা মঙ্গলবার বন্ধ রাখলেও ডুলাহাজারা সাফারীপার্ক কর্তৃপক্ষ সরকারী নিয়ম ভঙ্গকরে মঙ্গলবার পার্কের কর্মচারীদের ছুটি বাতিল ও সাফারীপার্ক খোলা রাখায় ইজারাদার ও সাফারীপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাফারীপার্কের কয়েকজন কর্মচারী জানান, পার্কের রেঞ্জকর্মকর্তার সাথে সাফারীপার্ক ইজারাদার চুক্তিতে একমত হয়ে মঙ্গলবার বন্ধের দিন (১১ অক্টোবর) সারা দিন সাফারীপার্ক খোলা রেখেছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকারও বেশী টিকেট বিক্রি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে, সাফারীপার্কের রেঞ্জকর্মকর্তা মুর্শেদ আলম জানান, দুর্গাপূজা বা ঈদ  যে কোন বিশেষ বড় দিনে সাফারীপার্ক খোলা রাখার নিয়ম রয়েছে। এতে কোন সমস্যা নেই।

পাঠকের মতামত: