ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

জেলা পূজা কমিটির সর্ব দলীয় মতবিনিময় সভায় বক্তারা, দেশের সম্প্রীতির মডেল হচ্ছে কক্সবাজার, তা অক্ষুন্ন রাখবো

%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%b0বার্তা পরিবেশক:

স্বাধীনতা উত্তর থেকে স্বাধীনতা পরবর্তি আজ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে কক্সবাজার বাংলাদেশে সমুজ্জ্বল রয়েছে । ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড় দিন সহ সকল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন হয়েছে সকল সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহনের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন কথার যথার্থ প্রমাণ মেলে কক্সবাজারে। যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন কক্সবাজারে বজায় রয়েছে । তা আমাদের অক্ষুন্ন রাখতে হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সাথে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ে বক্তারা আরো বলেন, ব্যক্তি বা রাজনৈতিক নীতিÑআদর্শ আলাদা হলেও সকল সমপ্্রদায়ের উৎসবের সম্প্রীতির আদর্শ অভিন্ন। তাই দেশের অস্থিতিশীল পরিস্থিতিতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে আমাদের।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিদ দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আলোচনায় অংশ নেন, জেলা জামায়াতের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান জি.এম রহিম উল্লাহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: ইসহাক জিপি ,সাধারণ সম্পাদক আ.জ.ম. মঈন উদ্দিন, পৌর সভার সাবেক চেয়ারম্যান আওয়ালীগ নেতা নুরুল আবছার,

জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কৃষকলীগের কেন্দ্রিয় নেতা রেজাউল করিম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, পৌর জাসদের সভাপতি মো: হোসেন মাসু, পৌর বিএনপির সাধারন সম্পাদক রাশেদ মো: আলী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন,

উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা কমিউনিনিটি পুলিশের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা পূজা কমিটির উপদেষ্টা সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, রাজবিহারি চৌধুরী, এডভোকেট মৃনাল চক্রবর্তি, জেলা পূজা কমিটির সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা পূজা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু, বেন্টু দাশ, স্বপন দাশ , অপূর্ব পাল, সদীপ শর্মা, বলরাম দাশ অনুপম, বিপ্লব মল্লিক শুভ, সদর উপজেলা পূজা কমিটির সভ্পতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট বাপপী শর্মা, পৌর পূজা কমিটির সভাপতি ডা: চন্দন কান্তি দাশ,সাধারন সম্পাদক স্বপন গুহ।

পাঠকের মতামত: