ছবির ক্যাপশন: চকরিয়ায় জাতীয় পাটির আয়োজনে ইফতার মাহফিলের আলোচনায় বক্তব্য দিচ্ছেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি।
স্টাফ রিপোর্টার, চকরিয়া ::
প্রধান অতিথি হাজি ইলিয়াছ এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু সব সরকারের আমলের চেয়ে জনগনের কল্যাণে উন্নয়ন খাতে জাতীয় পাটি সরকার অগ্রনী ভুমিকা পালন করেছে। চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হয়েছে। তাই বলবো উন্নয়নে ভরপুর একটি সম্পৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের কোন বিকল্প নেই।
চকরিয়া উপজেলা, পৌরসভা জাতীয় পার্টি ও মহিলা পার্টি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনোয়ারুল এহেছান চৌধুরী বুলু মিয়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছরওয়ার আলম, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও জেলা মহিলা পাটির সাধারণ সম্পাদিকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, অতিথি ছিলেন চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, জাপা নেতা জাফর আহমদ বলী, পৌর জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল করিম, মাতামুহুরী জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি সাংবাদিক দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিডিআর জাহাংগীর আলম, জাপা নেতা সাজ্জাদুল ইসলাম, চকরিয়া পৌরসভা মহিলা পাটির নেত্রী সজরুন নাহার। বক্তব্য রাখেন মুবিনুল ইসলাম, নজির আহমদ, মোজাফ্ফর আহমদ, রাকিব উদ্দিন, নাজেম উদ্দিন, জাফর আলম, মোজাম্মেল হক, দিদারুল আলম, নাছির উদ্দিন, নাছির উদ্দিন, বদরুদোজ্জা চৌধুরী, মাষ্টার নুরুল ইসলাম, আবদুর রহমান, বদিউল আলম, রশিদুল হক বাবু, হামিদুল হক, শফি ফকির, শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম, আবুল কাশেম, মনছুর আলম, রাশেদুল কবির। ##
পাঠকের মতামত: